তাই বিজনেসে যদি গেইন এবং সাস্টেইন করতে হয় মাস্ট বি আপনাকে শিখতে হবে ফানেল কন্টেন্ট। কন্টেন্ট নিজে তৈরি করেন আর অন্যকে দিয়ে কন্টেন্ট তৈরি করান, ফানেলটা জানতে হবে আপনার নিজেরই। না হলে বালু চড়ে তাসের ঘরের মত ভেঙ্গে পড়বে বিজনেস মডিউল।
অনলাইন বিজনেসে গেমেই হল কন্টেন্ট। মার্কেটিং এর কাজ হল সঠিক অডিয়েন্সের কাছে কন্টেন্টি পৌঁছে দেয়া, আর কন্টেন্ট কাজ হল অডিয়েন্সকে কনভেন্স করে সেল জেনারেট করা এবং তাকে কাস্টমার বানানো। অর্থাৎ আপনার অনলাইন বিজনেসের মেরুদন্ডই হল কন্টেন্ট। আপনি যদি সাস্টেইনাবেল বিজনেস করতে চান, তাহলে আপনাকে ডিপডাউন থেকে কন্টেন্ট প্ল্যানিং ও ফানেলিং জানতে হবে এবং করতে হবে। কন্টেন্ট প্ল্যানিং ও ফানেলিং এ যদি ভুল হয় তাহলে আপনার বিজনেস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
"কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি" কোর্স এনরোল করে শেখা শুরু করুন
একজন দক্ষ নাবিক উত্তাল সমুদ্রের ডেউ ভেঙ্গে জাহাজ নিয়ে সঠিক গন্ত্যবে পৌছায়। তেমনি একজন প্যাশনেট এক্সপার্ট কন্টেন্ট ক্রিয়েটর তার নলেজ ড্রিভেন কন্টেন্টের মাধ্যমে রাইট অডিয়েন্সকে মাইন্ড এবং হার্টকে টাচ করায়।
আস্সালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান শিমুল, ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর এবং কন্টেন্ট কনসালটেন্ট। দীর্ঘ ১৫ বছরের কন্টেন্ট জার্নিতে ৫ টি স্যাটেলাইট টেলিভিশনে লীড পজিশনে মজাদার চাকুরীর পাশাপাশি অভিজ্ঞতার ঝুলিতে জমা হয়েছে টিভিসি, ওভিসি, ডকুমেন্টারি, এভি, ড্রামা, ফ্লিম, মিউজিক্যাল ফিল্ম সহ অসংখ্য ক্রিয়েটিভ কন্টেন্ট। দক্ষ হবার হাতছানিতে ডিরেকশন, ডিওপি, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স ডিজাইন, কালার গ্রেডিং সহ স্ক্রিপ্ট রাইটিং এ নিজেকে এক্সপার্ট প্রুপ করি। আর আমার প্রিয় প্যাশনের মাধ্যমে হেল্প করতে চাই কোটি মানুষকে।
আমাদের কোর্স করে যারা কন্টেন্ট সমস্যার বেরিকেট ভেঙেছেন